বৃথা গেল মুশফিকের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০৭:৪৭ | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২০, ০৭:৩৩

বৃথা গেল মুশফিকুর রহিমের লড়াকু সেঞ্চুরি। ১০৩ রান করেও দলকে জেতাতে পারলেন না তিনি। মেহেদী হাসানের ব্যাটিং ও বোলারদের নৈপুণ্যে বিসিবি প্রেসিডেন্টস কাপে প্রথম জয়ের স্বাদ পেল তামিম একাদশ। বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তামিম একাদশ ৪২ রানে হারিয়েছে নাজমুল একাদশকে।

এদিন তামিম একাদশের দেয়া ২২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৭৯ রান করে অলআউট হয় নাজমুল একাদশ। দলের পক্ষে ১০৩ রান করেন মুশফিকুর রহিম। দল না জিতলেও ম্যাচের সেরা ব্যাটসম্যানের পুরস্কার ওঠে মুশফিকের হাতে। ম্যাচসেরা হন তামিম একাদশের মেহেদী হাসান। টুর্নামেন্টে তিন দলেরই দুই ম্যাচ শেষে একটি করে জয়। টুর্নামেন্টের আরেক দল মাহমুদউল্লাহ একাদশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি তামিম একাদশের দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম। দলীয় ১৪ রানে তানজিদকে বিদায় করেন নাজমুল একাদশের পেসার আল আমিন হোসেন। ২টি চারে ৫ বলে ৮ রান করেন তানজিদ।

এরপর বড় জুটি গড়ার চেষ্টা করেন তামিম ও এনামুল হক বিজয়। কিন্তু ৩০ রানের বেশি জুটিতে যোগ করতে পারেননি তারা। ১২ রান করা বিজয়কে শিকার করে জুটি ভাঙেন পেসার তাসকিন আহমেদ।

চার নম্বরে নামা মোহাম্মদ মিঠুনও ব্যর্থ হয়েছেন। ৪ রান করেন। মিঠুনের বিদায়ের কিছুক্ষণ পর থামতে হয় অধিনায়ক তামিমকে। মিঠুনকে আউট করা নাইম হাসান বিদায় দেন তামিমকে। ৪৫ বলে ৩৩ রান করেন তামিম। ফলে ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তামিম একাদশ।

এ অবস্থা থেকে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু ও মোসাদ্দেক হোসেন। এই জুটি বড় স্কোর করার আভাস দিয়েছিলেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি। রিসাদ আহমেদ জুটি ভাঙেন। ৪০ রান যোগ করেন দিপু ও মোসাদ্দেক।

দুজনকেই শিকার করেন রিসাদ। দিপু ৩১ ও মোসাদ্দেক ১২ রান করেন। তাদের পর দ্রুত প্যাভিলিয়নে ফিরেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন। ১২৫ রানে অষ্টম উইকেট হারায় তামিম একাদশ। ফলে দ্রুত গুটিয়ে যাবার শংকায় পড়ে তামিম একাদশ।

কিন্তু সেটি হতে দেননি লোয়ার-অর্ডার ব্যাটসম্যান মেহেদী। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করেন মেহেদী। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আউট হবার আগে ৫৭ বলে ৮২ রান করেন মেহেদী। তার গুরুত্বপূর্ণ ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিল। ৪৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন তাইজুল। তাই মেহেদীর ব্যাটিং দৃঢ়তায় পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২২১ রান করে তামিম একাদশ।

নাজমুল একাদশের আল-আমিন হোসেন ৪৩ রানে ৩ ও নাইম হাসান, রিসাদ আহমেদ ২টি করে উইকেট নেন।

মেহেদীর দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠে তামিম একাদশের বোলাররা। কতটা আত্মবিশ্বাসী তা দেখা যায় নাজমুল একাদশের ইনিংস শুরু হতেই।

৭৪ রানের মধ্যে নাজমুল একাদশের পাঁচ ব্যাটসম্যানকে ফেরান তামিম একাদশের তিন পেসার মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। সাইফ হাসানকে ৭ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ রানে বিদায় করেন ফিজ। ৯ রান করা সৌম্য সরকারকে আউট করেন সাইফউদ্দিন। আফিফ হোসেন ধ্রুবকে ১৫ ও তৌহিদ হৃদয়কে ৪ রানে আউট করেন শরিফুল। ফলে ৭৪ রানে ৫ উইকেট হারায় নাজমুল একাদশ।

সতীর্থ যাওয়ার আসার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন মুশফিকুর রহিম। ষষ্ঠ উইকেটে ইরফান শুক্কুরের সাথে ৫৯ রান যোগ করেন তিনি। শুক্কুরকে শিকার করে দলকে ব্রেক থ্রু এনে দেন শরিফুল। এরপর আরও দুই উইকেট তুলে নিয়ে দলকে জয়ে পথে রাখেন তিনি। তবে নাজমুল একাদশের ভরসা হয়ে টিকে ছিলেন মুশফিক।

শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেন মুশফিক। তবে ১০৩ রানে মুশফিককে শিকার করেন মোস্তাফিজ। ১০৯ বলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন মুশফিক। এরপর ১৭৯ রানে অলআউট হয় নাজমুল একাদশ। তামিম একাদশের শরিফুল ৪টি ও মোস্তাফিজ ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: তামিম একাদশ ৪২ রানে জয়ী।

তামিম একাদশ: ২২১/৯ (৫০ ওভার)

(মেহেদী ৮২, তামিম ৩৩, দিপু ৩১; আল-আমিন হোসেন ৩/৪৩)।

নাজমুল একাদশ: ১৭৯/১০ (৪৫.৪ ওভার)

(মুশফিক ১০৩, শুক্কুর ২৪; শরিফুল ৪/৩৭)।

(ঢাকাটাইমস/১৬ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :