প্রেক্ষাগৃহে যুগলদের পাশাপাশি বসা নিয়ে শঙ্কা

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২০, ১১:৪৫

প্রায় সাত মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্যবিধি মেনে খুলছে দেশের সিনেমা হল। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী ৫০ শতাংশ দর্শক ঢুকতে পারবেন প্রতিটি শো-এ। অর্থাৎ, ২০০ জনের আসন থাকলেও বসানো যাবে ১০০ জনকে। একটি টিকিটও বেশি বিক্রি করতে পারবেন না হল মালিকরা। স্পর্শজনিত সংক্রমণ ঠেকাতে মানা হবে সামাজিক দূরত্ব।

এক্ষেত্রে যুগলেরাও পাশাপাশি বসতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। করেনো বিধির শর্ত মানলে সিনেমা হলে অন্তত শুরুর পর্যায়ে এই দূরত্বটাও তাদের সহ্য করতে হবে।

বেশির ভাগ হল কর্তৃপক্ষই একসঙ্গে টিকিট কেটে আসা দর্শকদের পাশাপাশি বসার বিধি নিষেধ নিয়ে অস্বস্তিতে। তারা মনে করছেন, একই পরিবারের দুজন বা যুগলকে পাশাপাশি বসতে না দিলে অনেকেই হলবিমুখ হতে পারেন। তাদের আশা, চীন-জাপানের মতো অনেক দেশেই ধাপে ধাপে সিনেমা হলে দর্শক সংখ্যা বাড়ানোর অনুমতি মিলছে। এখানে কী হবে, তা নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপরে।

এদিকে, সরকারি নির্দেশ মতো সিনেমা হল খোলার নির্দিষ্ট দিনে দেশের প্রায় হল খুললেও বন্ধ থাকছে মধুমিতা, বলাকা, অভিসার ও জোনাকীর মতো দর্শকপ্রিয় হলগুলো। ভালো ছবি ছাড়া সিনেমা হল খুলতে নারাজ এসব হলের মালিকরা।

মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, যেনতেন ছবি নয়, শাকিব খানের সিনেমা দিয়ে হল খোলা উচিত। যেনতেন ছবি মুক্তি দিলে দর্শক সংখ্যা বাড়বে না বরং কমবে। এতে যে সিনেমা হল খোলা রয়েছে তাও অচিরে বন্ধ হয়ে যাবে। ভালো চলচ্চিত্র মুক্তি পেলে হলের সিট ভাঙ্গা থাকলেও দর্শক সিনেমা দেখবে। দর্শক ভালো মানের সিনেমা চায়। তাদের চাহিদা অনুযায়ী চলচ্চিত্র দিতে হবে।’

প্রসঙ্গত, সিনেমা হল খোলার প্রথম দিনেই আজ শুক্রবার মুক্তি পাচ্ছে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম অভিনীত ‘সাহসী হিরো আলম’ ছবিটি। এই ছবির প্রযোজকও তিনি। তবে হিরো আলমের ছবি দিয়ে হল চালু হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। এতে চলচ্চিত্রের সংকট আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএম/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

যেভাবে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ছক কষা হয়

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

এই বিভাগের সব খবর

শিরোনাম :