দেড় শতাধিক লঞ্চযাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৫:৩৫ | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২০, ১৪:২৫

মুন্সীগঞ্জের লৌহজং সংলগ্ন পদ্মা নদীতে তলা ফেটে ডুবতে বসেছিল যাত্রীবাহী একটি লঞ্চ। তবে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ওই লঞ্চে থাকা প্রায় দেড় শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

শুক্রবার সকালে এমভি মালেক দরবেশ-১ নামে লঞ্চটি মাঝিরকান্দি যাওয়ার পথে নদীর জাজির পয়েন্ট ডুবচরে আটকে এ দুর্ঘটনার কবলে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের পদ্মা সেতু কম্পজিট স্টেশনের (মাওয়া) এক সূত্রে জানা যায়, জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নিচে ডুবচরে আটকে দুর্ঘটনা কবলিত লঞ্চটির একপাশ হেলে পরে ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে সেখানে হাজির হন কোস্টগার্ড সদস্যরা। লঞ্চে থাকা প্রায় দেড় শতাধিক যাত্রীকেই এসময় লঞ্চ থেকে নিরাপদে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানোর কারণেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

উদ্ধারকৃতদের পরবর্তীতে বিকল্প নৌযানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :