বড়লেখায় সাত আলু বিক্রেতার জরিমানা

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২০, ১৪:৪২

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজারের বড়লেখায় সাত আলু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করা, মূল্য তালিকা না থাকা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তাদের এ জরিমানা হয়।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান এই আদালত পরিচালনা করেন।

তিনি জানান, বড়লেখা পৌর শহরে বেশি দামে আলু বিক্রি করার কারনে ও মূল্য তালিকা না থাকায় সাত মামলায় মোট ২২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। যারা সাধারণ জনগণের কাছে বেশি দামে আলু বিক্রয় করবে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারগুলো মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/পিএল)