হেলথ মিনিস্টার অ্যাওয়ার্ড পেল ঝিনাইদহ সদর হাসপাতাল

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২০, ১৫:৩০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২০, ১৬:৩৫

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল ঝিনাইদহ সদর হাসপাতাল। সম্প্রতি ঢাকার সোনার গাঁ হোটেলের এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক এ পুরস্কার প্রদান করেন।

স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় দেশের সাতটি জেলা সদর হাসপাতালকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতাল তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া কোঁটচাদপুর  উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবারও পুরষ্কৃত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদসহ বিভিন্ন জেলার চিকিৎসক নেতারা।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, এর আগে ঝিনাইদহ সদর হাসপাতাল স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় তিনবার  এ পুরস্কার পেয়েছেন।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/পিএল)