মুন্সীগঞ্জে ২৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২০, ১৭:৩৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জে পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের পৃথক অভিযানে ২৬ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় ৭৫ কেজি মা ইলিশ ও পাঁচটি ট্রলারও জব্দ করা হয়।

শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য অফিস, নৌ-পুলিশ সদস্যদের সম্মিলিত অভিযানে এসব জব্দ করা হয়। এসময় লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে ২০ জেলেকে আটক করা হয়।

আটকদের থেকে ১ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল, পাঁচটি ট্রলার, পাঁচ কেজি মা ইলিশ আটক করা হয়। এদিকে একইদিন সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা সিরাজুল কবির ওই ২০ জেলেকে আটকের বিষয়টি জানান।

চর আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানায়, সদর উপজেলার বকচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও ৭০ মা ইলিশ জব্দ করা হলেও জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি।

(ঢাকাটাইমস/১৬আক্টোবর/পিএল)