পূর্ব তীরে বসতি স্থাপনের নিন্দায় ইউরোপ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২০, ১৯:০০

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ইসরাইলের বসতি স্থাপনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইউরোপের পাঁচ প্রভাবশালী দেশ।

ফিলিস্তিনের ভূখণ্ডে দেশটির বসতি বর্ধিকরণ নীতিকে অবৈধ বলে আখ্যায়িত করে শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা বলছে ‘এই সিদ্ধান্তের ফলে ইসরাইলের সঙ্গে আরবের আঞ্চলিক শান্তির প্রচেষ্টা ব্যাহত হবে।’ খবর আল জাজিরার।   

যৌথভাবে এক বিবৃতিতে ইসরাইলকে অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন। তারা বলছে, ‘নতুন করে ইসরাইলের এই পদক্ষেপের ফলে ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যকার সংলাপের সম্ভাবনা আবারো ব্যাহত হলো।’

কয়েকদিন আগে পশ্চিম তীরে নতুন করে দুই হাজারেরও বেশি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল।  

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এনএইচএস/জেবি)