ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার কবিতা: সময় সমাচার

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২০, ০৯:৩৯

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

সময়ের পাখা, সময়ের চাকা থাকে চির চলমান,

সময় কখনো করে না আপন মঞ্জিল সন্ধান।

সময়ের তীর করে না সে নিজে কোনো লক্ষ্যকে ভেদ,

সে তীর কেবল অনন্তে ছোটে; গতিতে ফেলে না ছেদ।

সময়ের ধাঁচে সময়ের চলা জানে না সে হের ফের,

তবে সেও রাখে পায়ের চিহ্ন, কর্মেরও রাখে জের।

সময়ের কাছে ঘড়ির কাঁটা আরবের তেজী ঘোড়া,

সেই ঘোড়াটার সওয়ারি হয়ে সে ছুটছে জগত জোড়া।

সে ঘোড়ার বাগ হতো যদি তবে মানুষের হাতে ছাড়া,

ওলট পালট হয়ে যেতো চির-জীবনের গতিধারা।

মহাকাল তাই হাতে রাখে বাঁধা সেই ঘোড়াটার জিন,

সেই ছকে বাঁধে ঘুঁটঘুঁটে আঁধার,লাল টুকটুকে দিন।

সময়ের যেটা মজ্জাগত অনড় অনাদি স্বভাব;

সেটার বদল হয় না, তবে তা বদলাতে পারে ভাব।

সময় জানার পন্থাই কেবল বদলেছে মহাকাল,

আগে ছিলো যেটা এনালগ নামে; হালে সেটা ডিজিটাল।