ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার কবিতা: ত্রিশূলের সামিয়ানা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২০, ১১:১৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২০, ১১:২১

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

কোন অপরাধে হাসি ঝুলে আছে ফাঁসির দড়িতে, বলো!

পৃথিবীকে দেখে হাসে গ্রহ শনি প্লুটো বুধ মঙ্গলও।

কোন মন্ত্রে সাজলো হাঙ্গর সেদিনের ডানকানা?

সে সবের কিছু এখনো হয় নি জানা।

কী করে জানবো, জানবো কী করে

আমার জানতে মানা—

মাথা গুঁজবার এতোটুকু ঠাঁই ত্রিশূলের সামিয়ানা।

কলিকালে কোন রাজপথ নেই, সব কেন কানাগলি,

নালা-নর্দমা পরিহাসে খেলে ভাইরাসি ডাংগুলি।

গুলতি মেরে ল্যাম্প-পোস্টের বাল্বের চোখ কানা করে,

বিদ্যাসাগর সেজে মিছামিছি তার নিচে কারা বই পড়ে?

উদ্বাস্তুর বস্তি ভেঙে কারা গড়ে আস্তানা?

সে সবের কিছু এখনো হয় নি জানা।

কী করে জানবো, জানবো কী করে,

আমার জানতে মানা—

মাথা গুঁজবার এতোটুকু ঠাঁই ত্রিশূলের সামিয়ানা।

মুচলেকা দিয়ে ফরমাশে ক্যানো জ্বলবে শিশির কণা,

কোন অপরাধে ঘাসের ডগায় শিশির জমতে মানা?

কোন ফাঁদে ফেলে পায়রার ঝাঁকে বাজপাখি দেয় হানা,

কোন-সে মন্ত্রে ফকফকা দেখে অন্ধ ও রাতকানা?

সে সবের কিছু এখনো হয় নি জানা।

কী করে জানবো, জানবো কী করে,

আমার জানতে মানা—

মাথা গুঁজবার এতোটুকু ঠাঁই ত্রিশূলের সামিয়ানা।

কোন অপবাদে নিন্দার ঝড়ে পবিত্র মাতা মেরী,

কোন অপরাধে ছলাৎ জলের গলায় বাঁধের বেড়ি?

গৌরি সেনের খাজাঞ্চি থেকে কেন লুট হয় সোনা,

পাখির উপর কেন জারি হয় গ্রেফতারি পরোয়ানা?

সে সবের কিছু এখনো হয় নি জানা।

কী করে জানবো, জানবো কী করে,

আমার জানতে মানা—

মাথা গুঁজবার এতোটুকু ঠাঁই ত্রিশূলের সামিয়ানা।

কূটের কাঠিতে পেটায়-যে কারা নিজের ঢোলক-ঢাক?

জাদুর বাক্যে গুপ্তধনের কপাট সিসিং ফাঁক।

জানি না কারা যে কাঁঠাল ভাঙ্গে অভিজ্ঞতার টাকে,

বিরক্তিকর সুড়সুড়ি দেয় বুদ্ধিদীপ্ত নাকে?

খদ্দেরি করে মদিরা বিতানে আবছায়া শুঁড়িখানা,

জলসাঘরের মজমায় করে ক্ষমতার বাবুয়ানা।

সে সবের কিছু এখনো হয় নি জানা।

কী করে জানবো, জানবো কী করে,

আমার জানতে মানা—

মাথা গুঁজবার এতোটুকু ঠাঁই ত্রিশূলের সামিয়ানা।

কাদের বেড়া ক্ষেত খেয়ে হাসে সার্থকতার হাসি,

পঙ্গপালের পাল্লায় পড়ে কিষাণিরা হয় দাসি? 

নিজের কোদালে নিজের কবর খোঁড়ে কারা আনমনে,

কারফিউ কেন জারি করা হয় মহুয়ার মৌ বনে?

যাদের ভিটায় চড়িয়েছে ঘুঘু তারা দেয় জরিমানা, 

শকুনেরা পায় সোনা রূপা আর কাঁচা নোট নজরানা?

কেন যে পায় না আনা-সিকি যারা বিলিয়েছে ষোলআনা!

সে সবের কিছু এখনো হয় নি জানা।

কী করে জানবো, জানবো কী করে,

আমার জানতে মানা—

মাথা গুঁজবার এতোটুকু ঠাঁই ত্রিশূলের সামিয়ানা।