কলকাতাকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১৩:০০

নেতা বদল করলেও ভাগ্যে বদল আনতে পারল না কলকাতা নাইট রাইডার্স৷ শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আত্মসমর্পণ করল ইয়ান মর্গ্যানের কেকেআর৷ নাইটদের ৮ উইকেটে হারিয়ে ফের লিগ তালিকায় এক নম্বরে চলে গেল রোহিত শর্মার মুম্বাই৷ এই জয়ের ফলে ৮ ম্যাচে ৬টি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে ফের লিগ তালিকায় এক নম্বরে উঠে আসে মুম্বাই ইন্ডিয়ান্স৷

শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগেই নেতা বদল করে কেকেআর৷ প্রায় আড়াই বছর নাইটদের নেতৃত্ব দেওয়া দীনেশ কার্তিক এদিন সরে দাঁড়ান৷ টিম ম্যানেজমেন্ট ইয়ন মর্গ্যানের হাতে নেতৃত্ব তুলে দেয়৷ কিন্তু নাইটদের ভাগ্য ফিরেনি৷ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ফের আত্মসমর্পণ করল কলকাতা নাইট রাইডার্স৷

১৪৯ রান তাড়া করে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স৷ ১৬.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় রোহিত অ্যান্ড কোং৷ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে মুম্বাই৷ রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক ওপেনিং জুটি ৯৪ রান যোগ করার পর ম্যাচ পকেটে পুরে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স৷ নাইট বোলারদের নিয়ে ছেলেখেলা করে ১৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় চারবারের চ্যাম্পিয়নরা৷

ক্যাপ্টেন রোহিত ৩৬ বলে ৩৬ রানে আউট হলেও চেনা ছন্দে দেখা যায় ডি’কক-কে৷ প্যাট কামিন্সের ক্যাচ ফেলার মাসুল দিয়ে ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুম্বাইয়ের এই বাঁ-হাতি ওপেনার৷ ৪৪ বলে তিনটি ছয় ও ৯টি বাউন্ডারির সাহায্যে ৭৮ রানে অপরাজিত থাকেন ডি’কক৷ এছাড়া ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া৷ ম্যা্চের সেরা কুইন্টন ডি’কক৷

এদিন টস জিতে প্রথম ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৮ রান করে কেকেআর৷ মাত্র ৬১ রানে ৫ উইকেট হারানো নাইটদের টেনে তোলে লজ্জার হাত থেকে বাঁচান প্যাট কামিন্স ও নয়া ক্যাপ্টেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় কলকাতা৷ ষষ্ঠ উইকেটে দু’জনে ৮৭ রানের অবিভিক্ত পার্টনারশিপে কেকেআর ইনিংসকে লজ্জার হাত থেকে বাঁচায়৷

দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন কামিন্স৷ ৩৬ বলে পাঁচটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নাইটদের এই অল-রাউন্ডার৷ আর ২৯ বলে ২টি ছক্কা ও ২টি চার-সহ ৩৯ রানের অপরাজিত থাকেন মর্গ্যান৷ শেষ ওভারে ২১ রান নিয়ে দলকে ১৪৮ রানে পৌঁছে দেন কামিন্স-মর্গ্যান জুটি৷ মুম্বাইয়ের হয়ে দারুণ বোলিং করেন রাহুল চাহার ও জসপ্রীত বুমারহ৷

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :