মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২০, ১৫:১৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২০, ১৫:২৭

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস

খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনের আওতাধীন বাটনাতলী ক্যাম্পের সেনাবাহিনীর বিশেষ অভিযানে মানিকছড়ি-রামগড় সীমান্তবর্তী এলাকা থেকে ইউপিডিএফ (মূল) দলের টোল কালেক্টর কংজ মারমাকে(২৪) আটক করা হয়েছে। 

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মানিকছড়ি-রামগড় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবরে শুক্রবার দিবাগত রাতে বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওয়ালি উল্লাহ অভিযানে বের হন। গভীর রাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউপির সিন্দুপাড়ায় ইউপিডিএফ (মূল) কর্মী কংজ মারমাকে (২৪) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি, চারটি গুলি, ছয়টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫টি রসিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং জনপদে নিয়মিত আদায়কৃত চাঁদার স্টক রেজিস্টার জব্দ করা হয়। 
পরে শনিবার সকাল সাড়ে ৯টায় মানিকছড়ি সাব জোনে অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তুলে ধরেন সেনা কর্মকর্তারা। পরে তাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়। 

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/কেএম)