রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আত্মহত্যা প্রতিরোধে সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৬:৪৭ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১৫:৫৫

রূপগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আত্মহত্যা প্রতিরোধে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় পথসভাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ হয়ে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে দিয়ে গিয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

গবেষক, কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, আব্দুল মান্নান, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ হৃদয়, সরকারি মুড়াপাড়া ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজীব, রূপগঞ্জ উপজেলা গ্রাজুয়েট এসোশিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী প্রমুখ।

মানববন্ধন ও পথসভায় রূপগঞ্জ প্রেসক্লাবের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা গ্রাজুয়েট এসোশিয়েশন, একতা ব্লাড ফাউন্ডেশন, রক্তের বন্ধন ফাউন্ডেশন, আমরা জোনাকির দল, গণজাগরণ বাউল সাংস্কৃতিক সংস্থ্যা, সোশ্যাল ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

সভায় বক্তারা বলেন, ইদানীং রূপগঞ্জসহ সারা দেশে আত্মহত্যার ঘটনা বেড়েছে। আর এ আত্মহত্যা কমাতে সবাইকে জনসচেতনতা বাড়াতে হবে। প্রতিটি এলাকায় আত্মহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :