‘নারী-শিশু নির্যাতনসহ সব অপরাধের বিরুদ্ধে পুলিশ সোচ্চার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৭:৫১ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১৭:০৪

দেশে নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো প্রকার অপরাধের বিরুদ্ধে পুলিশ সোচ্চার রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনে এ ধরনের অপরাধ নির্মূলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। এদিন নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সারাদেশে ছয় হাজার ৯১২টি বিটে একযোগে প্রতিবাদ সমাবেশ করেছে পুলিশ।

প্রতিবাদ সমাবেশে লাখ-লাখ নারী-পুরুষ স্বশরী‌রে অংশগ্রহণ করেন। বিট পুলিশিং কেন্দ্রের ছয় হাজার ৯১২টি ফেইসবুক পেইজেও সমাবেশ সরাসরি সম্প্রচার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো প্রকার অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার রয়েছে। পুলিশের এ প্রতিবাদ সমাবেশ ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনবিরোধী সচেতনতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশের বিভিন্ন জেলায়া আয়োজিত বিট পুলিশিং সমাবেশে পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, নারী ও শিশু অধিকার কর্মী, স্থানীয় নারী ও স্কুল-কলেজের ছাত্রীরা উপ‌স্থিত ছি‌লেন।

সমাবেশে বক্তারা ধর্ষণসহ যে কোনও প্রকার নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে এবং নির্যাতিত নারী ও শিশুর পাশে থাকতে সবাইকে আহবান জানান।

নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো প্রকার অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার রয়েছে উল্লেখ করে সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনে এ ধরনের অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/ইএস/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই, ছুটি সরকারি ছুটির চেয়ে কম নয়

এই বিভাগের সব খবর

শিরোনাম :