মুন্সীগঞ্জে ইলিশ ধরায় ৩৮ জেলেকে জেল-জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১৮:০৮

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীতে শনিবার ভোরে অভিযান চালিয়ে ৩৮ জন জেলেকে আটক করা হয়েছে। একইদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর মধ্যে ৩২ জন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ছয়জনকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ও ইলিয়াস শিকদার।

ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার জানান, পদ্মানদীতে অভিযান চালিয়ে ৩৮ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৩২ জন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বয়স ও শারীরিক বিষয় বিবেচনা করে ছয়জনকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচটি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :