মা’কে পুড়িয়ে ‘হত্যা’, ছেলে গ্রেপ্তার

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২০, ১৯:৩৫

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মোটরসাইকেল কিনে না দেয়ায় মা হুনুফা বেগমকে পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে ছেলে আবু হানিফের বিরুদ্ধে। শনিবার বিকালে শেরপুর পৌর শহরের তাঁতিহাটি পশ্চিমপাড়া এলাকা থেকে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। গত রবিবার রাতে শেরপুরের শ্রীবরদীতে এ ঘটনা ঘটে। এর আগে এ ঘটনায় হুনুফা বেগমের বড় ভাই দুলাল মিয়া বাদী হয়ে মামলা করেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি পশ্চিমপাড়া এলাকার ইজারাদার সদাগড় আলী সরদারের এক ছেলে ও দুই মেয়ে। এদের মধ্যে ছেলে আবু হানিফ সবার বড়। কিছুদিন যাবত মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে আসছিল হানিফ। মা হুনুফা বেগম এতে রাজি না হওয়ায় গত রবিবার রাতে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ছেলে। এতে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন হুনুফা বেগম। এ সময় তার অবস্থার অবনতি হলে তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শেরপুর ও ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তার অবস্থার অবনতি ঘটতে থাকে। অবশেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হুনুফার মৃত্যু হয়।
অন্যদিকে আবু হানিফকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীবরদী থানা পুলিশের ওসি রুহুল আমিন তালুকদার।
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এলএ)