ঢাকা-৫ উপনির্বাচন

আসনে ভোটার নন, ভোট দিতে পারেননি মনু-সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ২১:৩২

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারেননি আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু এবং বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসনের ভোটার। ফলে তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোট দিতে পারেননি।

তবে শনিবার সকালে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান। সেখান থেকে বের হয়ে আমুলিয়া মাদ্রাসার কেন্দ্র পরিদর্শনকালে মনু বলেন, ‘এই যে দেখেন আমি ভোট দিয়েছি।‘

তার এই দাবির ব্যাপারে জানতে চাইলে যাত্রাবাড়ীর ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নেছার উদ্দিন বলেন, ‘এ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর ভোট দেওয়ার প্রশ্নই উঠে না। উনি তো এখানকার ভোটার না। বিএনপি-আওয়ামী লীগ প্রার্থীরা পরিদর্শনে এসেছেন।‘

সহকারী রিটার্নিং কর্মকর্তা আল আমিন বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী এ আসনের ভোটার নন। সেক্ষেত্রে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। উনারা ভোট দেননি।‘

এর আগে আসনটির সদ্য সাবেক সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয়। শনিবার অনুষ্ঠিত উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের প্রার্থীই ঢাকা-৪ আসনের ভোটার বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

তবে সংসদ নির্বাচনে প্রার্থী হতে কারও নির্দিষ্ট আসনে ভোটার হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাবউদ্দিন বলেন, ‘যাচাই-বাছাইয়ের সময় দেখেছি, দুই প্রার্থীই এ আসনের ভোটার নন। অন্য এলাকার ভোটার তারা। প্রার্থী হতে তো বাধা নেই, তাদের কেন্দ্র পরিদর্শনেও বাধা নেই। কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন তারা।‘

ঢাকাটাইমস/১৭অক্টোবর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

ভিন্নমত নির্মূলে প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: গণঅধিকার পরিষদ

নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের 

বিশ্ব পরিস্থিতিতে দেশের সংকট সামাল দেওয়া কঠিন: ওবায়দুল কাদের 

ঐতিহাসিক মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি

ঢাকা উত্তরে এক নেতার 'পকেট কমিটি', বলয়ে জিম্মি দক্ষিণ বিএনপি 

নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :