সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১২:৫১ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ১২:৪২

করোনা মহামারির কারণে সাত মাস বন্ধ থাকার পর অবশেষে ১৬ অক্টোবর খুলেছে দেশের প্রায় সব সিনেমা হল। হিরো আলমের ‘সাহসী হিরো আলম’ দিয়ে চালু হয় সিনেমা হল। ১৬ অক্টোবর ৫০টি হলে মুক্তি পায় হিরো আলম অভিনীত ও প্রযোজিত এই ছবি। এবার মুক্তি পেতে চলেছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’। তবে এই ছবিটি শুধু স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায় মুক্তি দেয়া হবে।

এ প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘একটা সুস্থ–স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশায় আমরা গত ১৩ মার্চ ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর মুক্তি স্থগিত করেছিলাম। এর মধ্যে করোনার কারণে চলে গেল ঘরবন্দী সাতটি মাস। এখন আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই দিক বিবেচনায় আগামী ২৩অক্টোবর শুধু স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায় মুক্তি পেতে চলেছে আপনাদের দীর্ঘ প্রতীক্ষা এবং ভালোবাসার চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’।’

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার তারকা শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। শুটিংয়ের শুরু থেকেই আলোচনায় এই ছবি। অবশেষে সেটির মুক্তির ঘোষণা আসায় ফেসবুকে শুভকামনা জানিয়েছেন জয়া আহসান নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, তাসমিয়াহ্ আফরিন মৌ, শাফায়েত মনসুর রানা, সানি সানোয়ার, দীপঙ্কর দীপন, হৃদি হক, আজমেরি হক বাঁধন, দিলরুবা দোয়েল ও শার্লিন ফারজানাসহ অনেকে।

এটি নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত প্রথম চলচ্চিত্র। এর প্রযোজনায় রয়েছে রেড অক্টোবর নামে একটি প্রযোজনা সংস্থা। করোনা হানা দেয়ার আগে গত ২২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটির ট্রেলার। দারুণ সাড়া ফেলেছিল সেটি। তাছাড়া দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছে ছবির গানগুলোও। তাই ‘ঊনপঞ্চাশ বাতাস-এর সাফল্য নিয়ে বেশ আশাবাদী নির্মাতা মাসুদ হাসান। আপাতত ছবি মুক্তির অপেক্ষা।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :