যেসব খাবার খেলে দূর হয় গ্যাস্ট্রিকের সমস্যা

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৪:২৩ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ১৩:৫১

আমাদের খাদ্য ও পানীয় খাওয়ার অভ্যাসের ফলেই পেটে গ্যাস ও হজমের সমস্যা হয়। এর থেকে জন্ম হয় গ্যাস্ট্রিকের মতো সমস্যা। তার থেকে শুরু হয় বুকে পেটে ব্যথা, মাথা ধরা, গা বমি ভাব ইত্যাদি। অনেকের আবার গ্যাসের সমস্যা থেকে গ্যাস্ট্রিকও হয়ে যেতে পারে। সব সময় গ্যাসের ওষুধ খেয়ে খাবার খেলে কয়েক বছর পর আর কোনো ওষুধই শরীরে গিয়ে কাজ করতে পারবে না। তাই ওষুধ খেয়ে গ্যাস ঠিক না করে প্রাকৃতিক উপায়ে গ্যাসের সমস্যা দূর করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কীভাবে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া কিছু ব্যবহার করলে পাওয়া যাবে উপকার।

আদা

গ্যাসের নিয়মিত সমস্যা থাকলে সমপরিমাণ আদার রস ও মধু একসঙ্গে মিশিয়ে দিনে ২-৩ বার খেতে হবে। গ্যাসের সমস্যা কমানোর সঙ্গে সঙ্গে এই মিশ্রণ সর্দি কাশি কমাতে ও হজমে সাহায্য করে।

জিরা

শুকনো ভাজা জিরা ঠান্ডা জলের সঙ্গে খেলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

বেকিং সোডা

একটি গোটা লেবুর রসে এক টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে রোজ সকালে খান। দেখবেন হজমের সমস্যা দূর হয়েছে।

রসুন কিসমিস

রোজ এক কোয়া রসুনের সঙ্গে চিবিয়ে খেয়ে নিন ৪টি কিসমিস। এতে হজম ক্ষমতা বৃদ্ধি পায়।

গোলমরিচ

গরম দুধে কিছুটা গোলমরিচ ফেলে দিন। নিয়মিত অভ্যাস করুন গোলমরিচ মেশানো দুধ খাওয়া। গ্যাসের সমস্যা কমানোর জন্য এর জুড়ি নেই।

দারুচিনি

প্রথমে পানি দারুচিনি ফুটিয়ে নিন। তারপর সেই পানি ঠান্ডা করে খেয়ে নিন। রোজ সকালে খালি পেটে এই পানি খেলে হজমে সুবিধা হয়।

কমলালেবুর রস সামুদ্রিক লবণ

গ্যাসের সমস্যায় যদি পেটব্যাথা করে তাহলে তার অত্যতম দাওয়াই কমলালেবুর রস ও রক সল্ট। একটি গোটা কমলালেবুর রসে সামান্য ভাজা জিরা ও সামুদ্রিক লবণ মিশিয়ে খেয়ে নিন। সঙ্গে সঙ্গে আরাম পাবেন।

লেবুর রস আদা

এক চামচ লেবুর রসের সঙ্গে আদা ও সামান্য রক সল্ট মিশিয়ে নিয়মিত খান। হজম ক্ষমতা বাড়ায় এই মিশ্রণ।

শাক সবজি

সাময়িক গ্যাসের সমস্যা হলে কিছুদিন হালকা খাবার খান। খাবারের তালিকায় বেশি করে সবজি রাখুন।

(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/আরজেড/এজেড)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :