১ ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৯:১১ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ১৮:১৭
ফাইল ছবি

মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখতে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের প্রস্তাব দিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রস্তাবটি তোলা হয় বলে জানান কমিটির সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কাজী ফিরোজ রশীদ।

মুক্তিযোদ্ধা দিবসের প্রস্তাবের বিষয়ে বৈঠক শেষে শাজাহান খান সাংবাদিকদের বলেন, একসময় দেশে কোনো মুক্তিযোদ্ধা জীবিত থাকবেন না। তখন যাতে তাদের স্মরণ করা হয়, সে জন্যই মুক্তিযোদ্ধা দিবসের প্রস্তাব করা হয়।

সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও দিবসটি পালন করা হচ্ছে বলে জানান শাজাহান খান। বলেন, ‘সরকার যদি গেজেট আকারে একটা দিবস ঘোষণা করে তখন সেটা পালন করার একটা বাধ্যবাধকতা থাকে। আমরা মন্ত্রণালয়কে বলেছি। তারা সেটা মন্ত্রিসভায় তুলবে। মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

২০০৪ সালের ১২ জানুয়ারি পল্টনে এক মহাসমাবেশে ডিসেম্বরের প্রথম দিনকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি করেছিল সেক্টর কমান্ডারস ফোরাম। ওই বছর থেকে সারা দেশে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করে আসছে তারা।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :