আলুর আগুন দমাতে নামছে টিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৮:৪২ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ১৮:৪০

আলুর দাম নিয়ে বাজারে অস্থিরতার মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় এই সবজিপণ্যটি বিক্রিতে মাঠে নামছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রতি কেজি ২৫ টাকায় আলু বিক্রি শুরু করবে।

বাজারে নিত্যপণ্যের দামের উর্ধ্বগতি রুখতে আগে তেল, চিনি, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি করলেও এবারই প্রথম আলু বিক্রি করতে যাচ্ছে টিসিবি। সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে রবিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি টিসিবি আলু বিক্রি করবে বলে সাংবাদিকদের জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দাম বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। এই সপ্তাহের মধ্যেই টিসিবি আলু নিয়ে বাজারে নামবে। বাজারে যে আলু ৩০ টাকা করে ধরা হয়েছে তার চেয়েও ৫ টাকা কমে অর্থাৎ ২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি। এছাড়া বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার দ্রুত মাঠে নামবে।

চাহিদার বিপরীতে বাজারে অতিরিক্ত থাকার পরও সম্প্রতি দেশে আলুর দাম বেড়েছে। বর্তমানে বাজারে আলু কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দামের এই উর্ধ্বগতি ঠেকাতে সম্প্রতি ৩০ টাকা দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপনন অধিদপ্তর।

আলুর দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে মনিটরিং করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনাও দেয়া হয়। তবে এরপরও বাজারে আলুর দাম কমেনি। এরইমধ্যে টিসিবির আলু বিক্রি করবে বলে খবর দিলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে, সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তারা কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা ও খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে।’

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/বিইউ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :