সুন্দরবন থেকে হরিণের মাংসসহ দুজন আটক

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ১৮:৪৬

সুন্দরবন থেকে শিকার করা হরিণের ফাঁদ, মাংস ও চামড়াসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনার কয়রা উপজেলার হড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, খুলনার কয়রা উপজেলার হড্ডা গ্রামের যামিনি রায় ও অরুণ মন্ডল। তাদের কাছ থেকে দশ কেজি হরিণের মাংস, দুটি চামড়া, ৪০০ মিটার হরিণের ফাঁদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রবিবার সকালে মাংস ও চামড়াসহ গ্রেপ্তারদের বনবিভাগের কাছে সোপর্দ করেছে কোস্টগার্ড। রবিবার দুপুরে এদের বিরুদ্ধে খুলনার কয়রা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করেছে বনবিভাগ।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা শাখার স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একদল চোরা শিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে হরিণের জবাই করা মাংস ও চামড়া লোকালয়ে নিয়ে এসেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। চোরা শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

তবে কবে সুন্দরবনের কোনো এলাকা থেকে এই হরিণ শিকার করেছে তা জানায়নি কোস্ট গার্ড।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :