ফরিদপুরের বরেণ্য শিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুবার্ষিকী পালন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ২২:৩৫

ফরিদপুরের বরেণ্য শিল্পী কালিদাস কর্মকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে রবিবার । এ দিনে শিল্পীকে স্মরণ করতে এক অনাড়ম্বর আয়োজনে সমবেত হন ফরিদপুরের পাঠ মনস্ক ক্ষুদ্র গোষ্ঠী 'বইঘাটা'র সদস্যবৃন্দ।

গুণী এই শিল্পীর ক্ষণজন্মা প্রতিভার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় বক্তব্য দেন- সৈকত রহমান, শিপ্রা গোস্বামী, অমিত মনোয়ার, সুপ্রিয়া বিশ্বাস, শ্যামল বিশ্বাস, কবিতা দাস, মাহফুজুল আলম, কামরুন্নাহার, ফারুক সিদ্ধার্থ, গালিব রহমান, শামীমা শীমু প্রমুখ।

বক্তারা বলেন, মানুষ ও ধর্মে আস্থাশীল কালিদাস যিশুর মত কাঁটার মুকুট পরে নিজেকে মর্মান্তিক কষ্টের প্রতীক হিসেবে উপস্থাপিত করেছিলেন। সুন্দর এখন ব্যাপকভাবে আক্রান্ত এই তথ্য শিল্পীত রূপ পেয়েছে তার ছবিতে।

আলোচকরা এই মহান শিল্পীর শিল্পকর্ম রক্ষায় সরকারি উদ্যোগ কামনা করেন এবং স্মৃতি রক্ষায় ফরিদপুরে তার নামে একটি শিল্প শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ প্রকাশ করেন।

সকাল দশটায় আয়োজিত এ আলোচনায় ফরিদপুরের শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :