পর্যটন নিয়ে আইইউবিএটিতে ই-সিম্পোজিয়াম

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ২৩:১২

করোনাকালীন সময়ে পর্যটন শিল্পের বিভিন্ন দিক নিয়েইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ই-সিম্পোজিয়াম।

শুক্রবার সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদ ‘কারেন্ট ইস্যু ইন ট্যুরিজম' শীর্ষক দুই দিনব্যাপীএই আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করে।

আইইউবিএটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ই-সিম্পোজিয়ামটি গত শুক্র ও শনিবার বিভিন্ন সেশনে অনুষ্ঠিত হয়। আইইউবিএটির উপাচার্য আব্দুর রব এর উদ্বোধন করেন।

সিম্পোজিয়ামে ১২টি দেশের পর্যটন বিশেষজ্ঞরা তাদের মতামত উপস্থাপন করেন। এছাড়া বিভিন্ন দেশের ২৮৪ জন নিবন্ধিত অংশগ্রহণকারী এতে যুক্ত ছিলেন।

নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ক্যান্টারবুরির অধ্যাপক কলিন মাইকেল হল, সাউথ কোরিয়ার ওসং ইউনিভার্সিটির অধ্যাপক মিখাইল তোয়ানুগ্লু, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ দ্য সানসাইন কোস্টের অধ্যাপক নোয়েল স্কট, ইন্দোনেশিয়ার আন্দালাস ইউনিভার্সিটির অধ্যাপক সারি, চীনের হাইনান ইউনিভার্সিটির অধ্যাপক ইয়ানা ওয়েনগেল ছিলেন অনুষ্ঠানের অন্যতম বক্তা।

আইইউবিএটির উপ-উপাচার্য হামিদা আখতার বেগম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের সহকারী অধ্যাপক ও কোঅর্ডিনেটর ফারজানা আল ফেরদৌস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/টিএটি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :