শক্তিশালী ব্যাটারির ফিটনেস ট্রেকার আনল স্যামসাং

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২০, ১০:১১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

শক্তিশালী ব্যাটারির নতুন ফিটনেস ট্রেকার আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি ফিট টু। স্যামসাং দাবি করছে এই ফিটনেস ট্রেকার একচার্জে টানা ১৫ দিন চলবে।

ফিটনেস ট্রেকারটিতে রয়েছে একটি অ্যামোলিড ডিসপ্লে। ১.১ ইঞ্চির এই ডিসপ্লেতে থ্রিডি কার্ভড গ্লাস ডিজাইন দেয়া হয়েছে।  ডিসপ্লেটির উজ্জ্বলতা ৪৫০ নিট।

নতুন গ্যালাক্সি ফিট ২ এর ওজন মাত্র ২১ গ্রাম এবং এটিতে অ্যান্টি সোয়েট স্ট্র্যাপ রয়েছে। এতে ওয়েক প্রদর্শন এবং নেভিগেশনের জন্য সিঙ্গল টাচ রয়েছে।

এর পাঁচটি স্বয়ংক্রিয় ওয়ার্কআউট এবং স্যামসাং হেলথ লাইব্রেরিতে ৯০টি ওয়ার্কআউট রয়েছে। এছাড়াও স্লিপ ট্র্যাকিং এবং স্ট্রেস ট্র্যাকিংয়ের মতো বৈশিষ্ট্যও এতে রয়েছে। 

ডিভাইসটি ৫ মিটার পর্যন্ত পানি প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং সাঁতারের সময় দুর্ঘটনাজনিত ক্ষতি এড়াতে একটি ওয়াটার লক মোডও রয়েছে।

এই ফিটনেস ব্যান্ড নোটিফিকেশনের জন্য একটি বিশেষ সেটিংস অ্যাক্টিভ করে নিতে হবে। এটিতে মিউজিক কন্ট্রোলারও রয়েছে।

ব্যাকআপের জন্য এতে ১৫৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। স্যামসাং দাবি করছে এটি একবার সম্পূর্ণ চার্জ দিয়ে নিলে টানা ১৫ দিন চলবে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে।

এই ফিটনেস ট্র্যাকারটি কালো ও স্কারলেট এই দুই রঙে বাজারে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এজেড)