মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ ২

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২০, ১২:১৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০, ১২:৪৭

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন দুই যুবক। সোমবার সকাল ১০টা পর্যন্ত নিখোঁজদের পাওয়া যায়নি। কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে রবিবার রাত ১২টার দিকে নৌকা ডুবির ঘটনায় তারা নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন- কক্সবাজার শহরের নতুন বাহারছড়ার মো. ইউনুস (৩৫) ও মো. বেলাল (২২)। এ সময় আব্দুর শুক্কুর (৩২) নামে তাদের অপর সঙ্গী সাঁতরে তীরে ওঠেন।

স্থানীয় সূত্র জানায়, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যান ইউনুস, বেলাল ও আব্দুর শুক্কুর। নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। একজন সাঁতরে তীরে উঠতে পারলেও দু’জন নিখোঁজ হন।

স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, তারা পেশাদার জেলে নন। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা ৩ জন নৌকা নিয়ে নদীর মাঝে চলে গেলে স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনা শোনার পরই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখনও দু’জনের সন্ধান মেলেনি।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/কেআর)