১৯ ডিসেম্বর শুরু দেশের ফুটবল মৌসুম

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২০, ১৩:৪২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০, ১৪:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ফেডারেশন কাপ-২০২০ দিয়ে আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। 

চূড়ান্ত হয়েছে দলবদলের দিনক্ষণও। নতুন মৌসুমের দলবদল ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ফেডারেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) পেশাদার লিগ কমিটির এক সভায় কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি ফুটবল ক্লাবকে এশিয়া থেকে একজনসহ সর্বোচ্চ চারজন বিদেশি ফুলবলারকে নিবন্ধনের অনুমোদন দেয়া হয়েছে এবং তাদের সবাইকে দলের হয়ে একটি ম্যাচে একত্রে খেলতে দেয়া হবে।

আলোচনার মাধ্যমে ক্লাব পরিবর্তনের সুযোগ থাকছে। সেক্ষেত্রে কোনো ক্লাব কর্তৃক খেলোয়াড় ছাড়াতে হলে তার নাম আগামী ৩০ অক্টোবরের মধ্যে জানাতে হবে।  

এছাড়া নতুন মৌসুমে ফুটবলারদের সাইনিং মানি হিসেবে আগের মৌসুমের অর্থের কমপক্ষে ৩৫ শতাংশ পরিশোধ করতে ক্লাবগুলোকে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/এআইএ)