আরও ১৬৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৬:১৯ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ১৬:০৪

দেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৩৭ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে মোট পাঁচ হাজার ৬৮১ জন মারা গেলেন করোনায়। আর উল্লেখিত সময়ে নতুন সুস্থ হয়েছেন এক হাজার ৬২৭ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৫ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৩৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯০ হাজার ২০৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৭৮হাজার ৭১৪টি।

নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন ২০ জন এবং বাড়িতে একজন। যারা মারা গেছেন তাদের মধ‍্যে বেশির ভাগের বয়স ৫০-এর উপরে।

বিভাগ ভিত্তিক মৃত্যুর হিসাব

এ পর্যন্ত ঢাকা বিভাগে ২৯০৮ জন, চট্টগ্রাম ১১৩৮ জন, খুলনা ৪৫৭ জন, রাজশাহী ৩৬৫ জন, বরিশাল ১৯৭ জন, সিলেট ২৪০ জন, রংপুর ২৫৭ ও ময়মনসিংহ বিভাগে ১১৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন এক হাজার ৬২৭ জনসহ দেশে কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫ হাজার ৫৫৯ জন।

ঢাকাটাইমস/১৯অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :