জানুয়ারিতে ডিপিএল আয়োজন সম্ভব: সুজন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ১৮:০৫

ক’দিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর স্থগিত থাকা আসর মাঠে গড়ানো সম্ভব। এবার ডিপিএল নিয়ে নতুন তথ্য দিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জানালেন ডিপিএল আয়োজনের রূপরেখা নিয়ে এগোচ্ছে বিসিবি। তবে এ বছর আর মাঠে গড়াচ্ছে না ডিপিএল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডিপিএল নিয়ে সুজন বলেন, ‘জিনিসটা আসলে জটিল, খুব কঠিন। এখানে মাত্র ৩টা দল বায়ো বাবলে থেকে খেলছে, পরবর্তীতে আমরা ৫-৬টা দল নিয়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে যাচ্ছি। তারপর প্রিমিয়ার লিগ, আপনি দেখেন ওখানে ১২টি দল। যদি প্রতিটি দলে ১৫জন করে খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টসহ ধরি অন্তত ২০জন। যেখানে প্রায় ২৭০ জনের মত লোককে একসাথে আবাসনের ব্যবস্থা করার মত জায়গা কোথায় আছে এটা একটা বড় প্রশ্ন আমাদের জন্য।’

টু্র্নামেন্ট আয়োজন নিয়ে সুজন বলেন, ‘এটুকু শুধু আমি বলতে পারি, টুর্নামন্ট আয়োজনের ব্যাপারে বিসিবি পজিটিভ। প্রেসিডেন্ট স্যারও (নাজমুল হাসান পাপন) পজিটিভ। আমরা যদি প্রিমিয়ার লিগটা শুরু করতে পারি, তবে সবকিছু সমন্বয় করে কবে নাগাদ আমরা করতে পারি এটা গুরুত্বপূর্ণ। আমরা আসলে চেষ্টা করছি, সিসিডিএমের মিটিংটা আগে জরুরী।’

চলতি বছরে ডিপিএল আয়োজন সম্ভব কি না জানতে চাইলে সুজন বলেন, ‘এ বছর তো আসলে সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি। কারণ টি-টোয়েন্টি লিগটা নিয়ে আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা নভেম্বরে শুরু করলে ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে। সে পর্যন্ত আগে যাই আমরা তার পরে ক্লাবগুলোকে ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করতে হবে। তাদের খেলোয়াড়দের একত্রিত করতে হবে। সে হিসেবে জানুয়ারি ছাড়া ডিপিএল আয়োজন সম্ভব বলে মনে হয়না।’

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :