সিলেটে নির্যাতনে রায়হানের মৃত্যুতে তিন পুলিশের জবানবন্দি

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ১৮:২৬

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘পুলিশের নির্যাতনে’ রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় আদালত জবানবন্দি দিয়েছেন তিন পুলিশ সদস্য। সোমবার বিকালে সিলেটের সিনিয়র মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে জবানবন্দি দেন বন্দরবাজার ফাঁড়িতে ওই সময়ে কর্মরত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন, সাইদুর রহমান ও শামীম আহমদ।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই'র পরিদর্শক মাহিদুল হাসান জানান, ঘটনার সাক্ষী হিসেবে আদালতে ওই দিনের ঘটনা সম্পর্কে বর্ণনা দিয়েছেন এই তিন পুলিশ সদস্য।

গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

এ ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূইয়াসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এছাড়া তিন প্রত্যাহার করা হয়েছে তিন পুলিশ সদস্যকে।

মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :