বাউফলে ‘ভুল চিকিৎসা’য় প্রসূতির মৃত্যু

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২০, ১৯:২০

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে ‘ভুল চিকিৎসা’য় হ্যাপী বেগম (২৪) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার কালিশুরী বন্দরের মাজেদা মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনা ঘটে। হ্যাপী বেগম উপজেলার কেশবপুর ইউনিয়নের সোহেল চৌকিদারের স্ত্রী।
মৃত হ্যাপী বেগমের দেবর সজীব চৌকিদার জানান, তার ভাবি হ্যাপী বেগমের প্রসব ব্যথা শুরু হলে শনিবার দুপুরে মাজেদা মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসক ডা. নয়ন সরকার প্রসূতি হ্যাপীর অস্ত্রোপচারের প্রয়োজনের কথা বললে, ওই দিনই সন্ধ্যয় নয়ন সরকার ও তার স্ত্রী চিকিৎসক পূজা ভান্ডারী অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর পুত্র সন্তান জন্ম হলেও দীর্ঘ সময়েও জ্ঞান ফিরেনি হ্যাপী বেগমের। এক পর্যায়ে ওই দিন রাত দুইটার হ্যাপী বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পরের দিন রবিবার রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে চিকিৎসক নয়ন সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সিপন বলেন, এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেয়েছি। যার তদন্ত চলছে। এ বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)