শাবি ভিসির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ২০:২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ও সিলেট অফিসের প্রধান নীরাজ কুমার জায়সওয়াল। সোমবার বেলা সাড়ে ১১টায় শাবি ভাইস-চ্যান্সেলর অফিস কক্ষে এ সাক্ষাৎ হয়।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ শাবিপ্রবি ক্যাম্পাসে আসার জন্য অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। এ সময় পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তারা মতবিনিময় করেন এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়- সে ব্যাপারে আলোচনা করেন।

এসময় ভারতীয় হাইকমিশনের সিলেট অফিসের দ্বিতীয় সচিব টি. জি. রমেশ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং কৃষিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :