পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাজেট বরাদ্দ কর্মদক্ষতার ওপর: ইউজিসি

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২০, ২১:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মদক্ষতা যাচাই করে বাজেট বরাদ্দের কথা ভাবছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার ইউজিসি অডিটোরিয়ামে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেটসংক্রান্ত দুই দিনব্যাপী সভার সমাপনী দিনে ভার্চুয়ালি এই সিদ্ধান্তের কথা জানান ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক শৃঙ্খলা খুবই দরকার। আর্থিক কাজে ভুলের কোনো সুযোগ নেই উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘এ খাতে এক পয়সা পর্যন্ত ছাড় দেয়া যাবে না।’ বাজেটে বরাদ্দকৃত টাকা যাতে অলসভাবে পড়ে না থাকে, সেদিকে খেয়াল রাখতে পরামর্শ দেন তিনি। এ সময় সবাইকে বিশ্ববিদ্যালয় ও সরকারের আইন-কানুন মেনে এবং ইউজিসির অনুমোদন নিয়ে দাপ্তরিক কাজ সম্পাদন করার অনুরোধ করেন তিনি।

প্রফেসর ড. আবু তাহের বলেন, ‘দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ যাতে সেন্টার অব এক্সিলেন্স হয়, শিক্ষায় গুণগতমান বজায় রেখে এগিয়ে যায় এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সম্মানজনক স্থান করে নিতে পারে সেজন্য গবেষণায় বরাদ্দ বাড়ানো হবে।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামীর বাজেট বরাদ্দ বিষয়ে তিনি বলেন, ‘কর্মদক্ষতা মূল্যায়ন করে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে বাজেট বরাদ্দের কথা ভাবছে কমিশন। কারণ, বিশ্ববিদ্যালয়ের কর্মদক্ষতা কমলে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের মান নিচে নেমে যায়।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের অভিন্ন গ্রেড ও বেতন নির্ধারণ দাবির বিষয়ে তিনি বলেন, ‘এক বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা অন্য বিশ্ববিদ্যালয়ে দেয়া যাবে না। কারণ, প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন ও বিধি-বিধান দিয়ে পারচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন মানে যথেচ্ছার নয়। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন শুধু একাডেমিক ক্ষেত্রে, আর্থিক বিষয়ে প্রযোজ্য নয়। আর্থিক বিষয়ের জন্য অবশ্যই ইউজিসির অনুমোদন নিতে হবে।’এছাড়াও সিনেট-সিন্ডিকেটে অর্থসক্রান্ত বিষয় পাস করার ক্ষেত্রে অবশ্যই সরকারের আর্থিক বিধি-বিধান ও পে-স্কেল অনুসরণের পরামর্শ দেন তিনি।

প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। স্ট্রাটেজিক প্ল্যান ফর হায়ার অ্যাডুকেশন ইন বাংলাদেশ-২০৩০ এ শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। খাতওয়ারি বরাদ্দকৃত টাকা প্রয়োজন অনুযায়ী খরচ করতে হবে।’

অনুষ্ঠানে অবশিষ্ট ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এবং বাজেট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২১-২২ অর্থবছরের মূল বাজেটের সুবিধা-অসুবিধা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভার্চুয়াল বাজেট সভাটি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। এছাড়া সভায় ইউজিসির বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/টিএটি/জেবি)