নেয়ামত ভূঁইয়া'র কবিতা: সত্যের প্রহেলিকা

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২০, ২২:২৮

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

কথার  কুহেলি আর হাসির হেঁয়ালিতে  

আড়ালে আবডালে চলে যায় নির্জলা সত্য

তুমি  বললে, তোমার প্রেম কাঁচা সোনার মতোই খাঁটি

মিথ্যার খাদমুক্ত নিরেট সত্য।

 

আমি বললাম, শোনো!

খানিক খাদ থাকলেও কী-বা আসে যায়?

নিখাদ সোনায় অলংকার হয় না।

খাদের খাতিরে সোনার বাহার বাড়ে

খাদ বরং অলংকারের অহংকার জেল্লা-জৌলুস বাড়ায়;

তোমার প্রেম যেমন আমার অলংকার, তেমনি অহংকার।

খাদের খতরা ভালোবাসার খাঁটিত্বে খামতি আনতে পারে না;

আর সেটা তুমি অন্তত ভালো করেই জানো যে,

গোলাপের শোভা-সৌরভ আস্বাদনে কাঁটা তুচ্ছ অন্তরায়। 

 

শেষ অব্দি বুঝলাম,

আমার প্রতি তোমার ভালোবাসা ছিলো অতুল সত্য।

যে সত্য পক্ষান্তরে অসত্যের গুপ্ত দোসর;

যে উপমা ও রূপকের সৌন্দর্য সঞ্চার করে

কাব্য-শিল্পীরা প্রিতমাকে সাজিয়ে তোলে

পরম  নান্দনিকতায়;

তোমার অনড়  অবস্থান তার প্রতিকূলে।

 

ধার করা আলো নয়,

আমার  নিজের আলোতে জ্যোৎস্না ঝরাই;

চাঁদের এমন দাবির মতোই তোমার প্রেম সত্য।

আদালত পাড়ার ভাড়াটে রেডিমেড সাক্ষীর

‘যাহা বলিবো সত্য বলিব’ হলফনামার মতো সত্য।

সরকারি প্রেস নোটে বিবৃত ভাষ্যের মতো সত্য।

সন্তানের শোকে কুমিরের অশ্রুপাতের মতো সত্য।

নেতার নির্বাচনী প্রতিশ্রুতি ‘সেবা করার সুযোগ’র মতো সত্য।

আমরা কাকের বাসায় ডিম পাড়ি না;

কোকিলের এমন দাবির মতোই সত্য।

নিত্যদিন ‘বন্দুক  যুদ্ধে’ নিহত হবার মতো সত্য।

কাউকে ধোঁকা দেবার জন্য আমরা কাটা লেজ রেখে পালাই না,

টিকটিকির এমন দাবির মতোই সত্য।

‘ঠাকুর  ঘরে কে-রে?’

আমি কলা খাই না’এর মতো সত্য।

উন্নত বিশ্ব ঋণ দেয় আমাদের দারিদ্র্য বিমোচনের জন্য;

এই ভাষ্যের মতো সত্য। 

আমার বোঁটায় কাটা নেই; গোলাপের এমন দাবির মতো সত্য।

আমার চাওয়া পাওয়ার কিছু নেই, এই ভাষণের মতো সত্য।

মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই; এই উক্তির মতো সত্য।

গরিবেরা আমাদের বন্ধু; বিত্তবানদের এই বক্তব্যের মতো সত্য।

প্রতিবেশি দেশ আমাদের বন্ধু রাষ্ট্র, এই বাক্যের মতো সত্য।

অথচ আমি ভেবেছিলাম, তোমার সত্য হবে

আজন্ম মিথ্যেবাদীর ‘আমি জীবনে সত্য বলিনি’-এর মতো সত্য।

এভাবেই অতুল ভালোবাসাকে গ্রাস করে সত্যের প্রহেলিকা,

কবিরা লিখছে নিত্য সে প্রেমের দীর্ঘ পাদটীকা।