শিবালয়ে ইলিশ ধরার সময় হাতেনাতে আটক ৪২

প্রকাশ | ২০ অক্টোবর ২০২০, ০৯:৪১

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার সময় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিবাগত রাত ১২ থেকে মঙ্গলবার সকাল সোয়া ৬টা পর্যন্ত শিবালয়ের তেওতা এলাকায় চালানো অভিযান তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন রিমন।

রুহুল আমিন জানান, অভিযানে চার লক্ষ মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া হতদরিদ্র ব্যক্তিদের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।

ইউএনও আরও বলেন, আমরা সাতটার দিকে অভিযান শেষ করেছি। ৪২ জনের প্রায় সবারই কারাদণ্ড দেয়া হবে। এর মধ্যে যদি কেউ ১৮ বছরের নিচে কিংবা অনেক বয়স্ক থাকে তাকে জরিমানা করা হবে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

ঢাকাটাইমস/২০অক্টোবর/প্রতিনিধি/এমআর