ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার কবিতা: আমি পতাকার লাল হব শহীদের খুনে

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১০:২৯

আমি অশ্রু-কণা হব চোখের কোণে,

আমি রঙের রেণু হব শিমুল বনে,

সুখির সখা হব দুঃখির দোসর,

আনন্দ-বিষাদের আলিঙ্গনে।

আমি সুশীতল ছায়া হব মরু সাহারায়,

শিশির বিন্দু হব ঘাসের ডগায়।

রঙিন ঘুড়ি হব হাওয়ায় হাওয়ায়,

কোকিলকণ্ঠি হব কোরাস গাওয়ায়।

কুহু-কুহু গান হব রাঙা ফাল্গুনে-

আনন্দ-বিষাদের আলিঙ্গনে।

আমি জলের কণা হব মেঘের বুকে,

রঙের বাহার হব লাল কিংশুকে।

বৃষ্টির ফোঁটা হব টাপুর-টুপুর,

বালিকার রাঙা পায়ে পায়েল-নুপুর।

ভ্রমরের তান হব গান গুনগুনে-

আনন্দ-বিষাদের আলিঙ্গনে।

আমি চকচকে ফলা হব বাবার লাঙ্গলে,

মায়ের মমতা হব মায়ার আঁচলে।

কৃষকের সুখ হব ধানের মাঠে,

কিষাণির হাসি হব রঙিন ঠোঁটে,

বোনের সোহাগ হব রাখিবন্ধনে-

আনন্দ-বিষাদের আলিঙ্গনে।

আমি তরুণির চোখে হব ভাবের পলক,

তরুণ তনুতে হব প্রেমের ঝলক।

প্রিতমের গালে হব লাজরাঙা টোল,

প্রেমিকের মুখে হব বিব্রত বোল।

আশা হয়ে ফুটে রবো নিরাশার মনে-

আনন্দ-বিষাদের আলিঙ্গনে।

আমি কূলু-কূলু রব হব ঝর্ণা জলের,

তরুণের তেজ হব দিন বদলের।

সংগ্রামি জনতার হব সহচর,

স্লোগানে স্লোগানে হব অগ্নি-মুখর।

প্রাণনে সুদৃঢ় হব আন্দোলনে-

আনন্দ-বিষাদের আলিঙ্গনে।

আমি স্বস্তির সুখ হব জীবনের অধিক,

সংগ্রামে হব আমি অগ্রপথিক।

জোনাকির আলো হব পথিকের সাথি,

স্বপ্ন বুননে হব তিমিরের বাতি।

আমি রব স্বদেশের হৃৎস্পন্দনে-

আনন্দ-বিষাদের আলিঙ্গনে।

আমি নাবিকের জলপথে হব গাংচিল,

রাজপথে হব আমি মশাল মিছিল।

উদয়ের সাথে হব অরুণে শামিল,

বিজয়ের রথে হব শেষ মঞ্জিল।

শরীর পাতন আমি সাধ্য-সাধনে

আনন্দ-বিষাদের আলিঙ্গনে।

আমি দরাজ কণ্ঠ হব গণসংগীতে,

মুনাফার ভাগ হব শ্রমের পূঁজিতে।

ভোরের পাখি হব ঘুম জাগানিয়া,

বাউলের গান হব সুর মরমিয়া,

পতাকার লাল হব শহীদের খুনে-

আমি অশ্রু-কণা হব চোখের কোণে।

আমি ঘর ছাড়া হব নব-নব সন্ধানে,

উত্তাল জনপদ স্লোগানে স্লোগানে।

হব আমি কিশোরের অফুরান দম,

সড়কের ঘাতকের হব মহাযম।

সান্ত্বনা হব মা’র আর্ত-রোদনে-

আমি অশ্রু-কণা হব চোখের কোণে।।

আমি নিরাপদ সড়কের দাবির আবাহনে,

স্বাভাবিক মৃত্যুর পথ বিরচনে।

বিক্ষোভ হব আমি লাল পতাকায়,

শান্তি-কপোত হব শুভ্র পাখায়।

আমি হব দেশপ্রেম মন্ত্রে মননে-

আনন্দ-বিষাদের আলিঙ্গনে।

আমি হব প্রতিবাদ ভাইয়ের বিদায়ে,

নিয়ম-নিগড় হব সমাজের দায়ে ।

বোনের মরণে হব মরমের শোক,

সংঘাতে আমি হব পেতে দেয়া বুক।

প্রেরণা-প্রতীক হব নব জাগরণে-

সুখির সখা হব দুঃখির দোসর,

আনন্দ-বিষাদের আলিঙ্গনে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :