চেন্নাইকে হারিয়ে আশা জিইয়ে রাখলো রাজস্থান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১২:২১

চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে ২০২০ আইপিএলে টিকে রইল রাজস্থান রয়্যালস৷ প্রথমে দুর্দান্ত বোলিং এবং পরে জোস বাটলারের দুরন্ত ব্যাটিংয়ে সোমবার সুপার কিংসকে সাত উইকেটে হারায় রয়্যালসবাহিনী৷ এই জয়ের ফলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল স্মিথ অ্যান্ড কোং৷ আর এই ম্যাচ হারায় প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গেল ধোনিবাহিনীর৷

১২৫ রান তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস৷ শুরুটা ভালো না-হলেও চতুর্থ উইকেটে বাটলার ও ক্যাপ্টেন স্টিভ স্মিথের ৯৮ রানের অবিভিক্ত পার্টনারশিপে সহজেই ম্যাচ জিতে নেয় রয়্যালসরা৷ ৪৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান বাটলার৷ ম্যাচের সেরা পুরস্কারও জিতে নেন তিনি৷

রান তাড়া করতে গিয়ে মাত্র ২৮ রানে তিন উইকেট হারায় রাজস্থান রয়্যালস৷ মাত্র ১৮ রানের ডাগ-আউটে ফিরে যান বেন স্টোকস, রবিন উথাপ্পা ও সঞ্জু স্যামসন৷ গত ম্যাচে আরসিবি-র কাছে হারলেও এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ পারফর্ম করলেন রয়্যালস ক্রিকেটাররা৷ এর ফলে চলতি আইপিএলে দু’বারই সুপার কিংস-এর বিরুদ্ধে জয়ী হল রাজস্থান রয়্যালস৷

প্রথম সাক্ষাতে শারজায় ২১৬ রান করে চেন্নাইকে হারিয়েছিল রাজস্থান৷ এদিনও ধোনিদের সাত উইকেটে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিল রয়্যালসবাহিনী৷ সেই সঙ্গে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৫ নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস৷ অন্য দিকে ১০ ম্যা্চে ৬ পয়েন্ট নিয়ে লিগে ‘লাস্ট বয়’ চেন্নাই সুপার কিংস৷ শেষ কবে সুপার কিংস-কে এই পজিশনে দেখতে পাওয়া গিয়েছে, তা জানতে পরিসংখ্যান ঘাঁটতে হবে৷

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :