নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙায় অনিয়মের অভিযোগ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৪:৪৩ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১৪:২৩

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এবং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি পুরোনো ভবন ভাঙায় অনিয়মের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় অনুষ্ঠিত এক মানববন্ধনে এ অভিযোগ তোলা হয়।

এসময় বক্তব্য দেন কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি বাবুল মোল্যা, সরোয়ার হোসেন, আবদুস সালামসহ অনেকে।

সাবেক সভাপতি বাবুল মোল্যা অভিযোগ করে বলেন, ‘নিয়ম-নীতি উপেক্ষা করে বিদ্যালয়ের পুরোনো ভবন বর্তমান কমিটি ভেঙে ফেলেছে।’

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমজিদ হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা বলেন, ‘নিয়মানুযায়ী বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন নিলাম ডাকের মাধ্যমে ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অবগত আছেন।’

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ‘পেড়লী এবং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটিতে নতুন ভবন নির্মাণের জন্য নীতিমালা অনুযায়ী পুরোনো ভবন ভেঙে ফেলা হয়েছে। অনিয়মের অভিযোগ ঠিক নয়।’

(ঢাকাটাইমস/২০অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :