চুয়াডাঙ্গায় নবগঠিত ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১৫:৪৮

ব্যাপক নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গডাইটুপি ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জেলায় প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহন চলছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বনিন্দ্বী পাঁচজন। এছাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা, সুষ্ঠু ভোটদান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তিন স্তরের বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সজাগ রয়েছে প্রশাসনের সাজানো র‌্যাব, বিজিবি ও পুলিশ।

জানা গেছে, নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদে সর্বমোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ৮ হাজার ৩০৫ জন পুরুষ এবং ৮ হাজার ১৬৯ জন নারী।

এছাড়া, একইসঙ্গে জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউয়িন পরিষদে চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে ভোটগ্রহণ চলছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :