‘ভোট কারচুপির’ প্রতিবাদে বিক্ষোভের ডাক বিএনপির

প্রকাশ | ২০ অক্টোবর ২০২০, ২১:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের যেসব উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে, সেসব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে কোন কোন এলাকায় কারচুপি হয়েছে তার তথ্য দেয়নি দলটি।

মঙ্গলবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই তথ্য জানিয়েছেন।

নির্বাচনী এলাকায় ৪৮ ঘণ্টার মধ্যে সভা-সমাবেশ করার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বুধবার এই কর্মসূচি পালন করা হবে।

প্রিন্স বলেন, দেশের বিভিন্ন জায়গায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ জায়গাতে বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। বিএনপির নির্বাচনী এজেন্ট বের করে দেয়া হয়েছে। সর্বোপরি ভোট ডাকাতি ও কারচুপি করা হয়েছে। এমতাবস্থায় যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছে সেসব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হবে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/বিইউ/জেবি)