সুন্দরগঞ্জে বিসিজি টিকায় শিশুর মৃত্যুর অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ২১:৩৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের ২২ দিন বয়সী শিশু মহসিনার মৃত্যুতে টিকা দেয়া দুজন স্বাস্থ্যকর্মীকে দায়ী করছেন শিশুর স্বজনরা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকালে আব্দুর রহিমের মেয়ে শিশু মহসিনাকে যক্ষ্মা প্রতিশেধক (বিসিজি) টিকা দেয়ার ফলে মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারী জাকারিয়া হোসেন ও লুচি বেগমকে দায়ী করে মহসিনার বাবার অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার বলেন, একই টিকা আরও ১০ শিশুকে দেয়া হয়েছে। তারা সুস্থ আছে। তবে শিশু মহসিনার মৃত্যুর কারণ অন্য কিছু হতে পারে বলে ধারণা করেন স্বাস্থ্য কর্মকর্তা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, শিশু মহসিনার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :