বাংলালিংককে আরপিএ সেবা দিচ্ছে জেনেক্স ইনফোসিস

প্রকাশ | ২১ অক্টোবর ২০২০, ১০:৪৮

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

টেলিকম অপারেটর বাংলালিংককে রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ ) সেবা প্রদান করছে দেশের শীর্ষস্থানীয় এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড।

বিশ্বের শীর্ষস্থানীয় আরপিএ প্ল্যাটফর্ম ইউআইপাথ এর সাথে সমন্বয়ে বাংলালিংকের  এই ডিজিটাল রূপান্তরে কাজ করছে জেনেক্স।

আরপিএ হলো কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং সক্ষমতা সম্পূর্ণ প্রযুক্তি- যা দ্বারা স্বল্প সময়ের মধ্যে একাধিক ও পুনরাবৃত্তিক বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়। বাংলাদেশে আরপিএ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেনেক্স অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান। ডিজিটাল বাংলাদেশ এবং আরপিএ এর ভবিষ্যৎ নির্মাণে জেনেক্স ইনফোসিস লিমিটেড একাগ্রভাবে কাজ করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এজেড)