নতুন আরেক চলচ্চিত্রে আদর আজাদ

প্রকাশ | ২১ অক্টোবর ২০২০, ১০:৫৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২০, ১১:০৫

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

গত ১৩ অক্টোবর রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে মহরতের মাধ্যমে শুরু হয়েছে চিত্রনায়ক আদর আজাদ অভিনীত ‘চিৎকার’ ছবির দৃশ্যধারণ। আহাদুর রহমানের গল্পে এটি পরিচালনা করছেন ইয়াসির আরাফাত জুয়েল। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই ছবিতে আদরের বিপরীতে আছেন চিত্রনায়িকা আঁচল আঁখি।

এক সপ্তাহ না যেতে আরও এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন আদর আজাদ। নাম ‘পোড়া অন্তর’। কে বি মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করবেন বজলুর রাশেদ চৌধুরী।

এ প্রসঙ্গে নায়ক আদর আজাদ বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ‘পোড়া অন্তর’ নিয়ে কথা হচ্ছিল। ফাইনালি সোমবার (১৯ অক্টোবর) চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। বজলুর রাশেদ চৌধুরী স্যারের পরিচালনায় এটি ভালো একটি কাজ হবে বলে আশা করছি।’

পরিচালক বজলুর রাশেদ চৌধুরী বলেন, ‘এখন বেশি বেশি গল্প নির্ভর চলচ্চিত্র প্রয়োজন। যারা অ্যাকশন আর গানকে প্রধান মনে করেন, আমি মনে করি তারা ভুল পথের পথিক। গল্পের প্রয়োজনে অ্যাকশন ও গানের সমন্বয় হয়। গান-অ্যাকশনের প্রয়োজনে গল্প নয়। অতীতের বাণিজ্যসফল সিনেমাগুলোর সবই গল্প প্রধান। সে জায়গা থেকে ‘পোড়া অন্তর’ পিওর গল্প প্রধান চলচ্চিত্র।’

তিনি আরো বলেন, ‘গল্প প্রধান চলচ্চিত্রে সবাই কাজ করতে পারে না। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের ভেতর হাতে গোনা যে কজন আছেন, যারা গল্প নির্ভর ছবিতে কাজ করার মতো, তাদের ভেতর অন্যতম আদর আজাদ। ওর অভিনয় অসাধারণ। ভালো একটি কাজ হতে যাচ্ছে।’

আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অ্যাকশন-থ্রিলার ধাঁচের ‘পোড়া অন্তর’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। এই ছবিতে আদর আজাদের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা অরিন। এছাড়া রয়েছেন লিনা আহমেদ সোফিয়াসহ অনেকে।

২০১৪ সালে ‘ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন চিত্রনায়ক আদর আজাদ। এরপর থেকে নিয়মিত শোবিজ অঙ্গনে কাজ করে চলেছেন। তার মূল লক্ষ্য বড় পর্দা। সিনেমাকে কেন্দ্র করেই তিনি তার কেরিয়ার এগিয়ে নিতে চান।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএম/এএইচ