পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুইজনের প্রাণহানি

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১১:৫৭ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১১:৫২

কক্সবাজারের রামু উপজেলায় গভীর রাতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লট উখিয়ারঘোনা এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে মুজিবুর রহমান এবং উখিয়ারঘোনা স্কুলপাড়া এলাকার মৃত মোহাম্মদ হাসানের ছেলে আলী আহাম্মদ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, প্রতিরাতে পাহাড় থেকে অবৈধভাবে মাটি কাটতো কয়েকজন। বুধবার রাতেও চারজন শ্রমিক ওই এলাকায় পাহাড়ের মাটি কাটতে যায়। এ সময় পাহাড়ের একাংশের মাটি দুই শ্রমিকের ওপর ধসে পড়ে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ বলেন, ভোরে ঘটনাটি শোনামাত্রই রামু থানাকে অবগত করি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান বলেন, ভোরে পাহাড়ের মাটি কেটে ডাম্পারে ভর্তি করার সময় পাহাড় ধসে তাদের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/২১অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :