গৌতমের কোরিওগ্রাফিতে নিরব-মৌ-ননী
প্রকাশ | ২১ অক্টোবর ২০২০, ১৪:১০

শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর মাত্র এক দিনের অপেক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্যান্ডেলে প্যান্ডেল। তবে করোনার কারণে এবার পূজায় থাকছে ভিন্নতা।
এই উৎসবকে কেন্দ্র করে গৌতম সাহার কোরিওগ্রাফিতে মঙ্গলবার দূর্গাপূজার একটি ফটোশুটে অংশ নেন চিত্রনায়ক নিরব, চিত্রনায়িকা মৌমিতা মৌ ও মডেল ননী। বিশেষ এ শুটের আয়োজন করে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ভাসাবী।
এ প্রসঙ্গে গৌতম সাহা বলেন, ভাসাবীর সাথে অন্যরকম একটা সম্পর্ক। তাদের সাথে অনেক বছর ধরেই কাজ হচ্ছে। খুব মজা করে সবাই কাজ করেছি।
নিরব বলেন, আমি ভাসাবীর অনেক পুরানো মডেল। প্রতিবছর তাদের কাজ করা হয়। খুব মজা করে শুটে অংশ নেই। প্রতিবছর পূজা ঘিরে ফটোশুটের ব্যস্ততা থাকতো। তবে এবার করোনার কারণে সীমিত। প্রত্যাশা খুব দ্রুত করোনা চলে যাবে পৃথিবী থেকে। আবার স্বাভাবিক জীবন যাপন করবে সবাই।
ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএম/এএইচ