মেয়র প্রার্থীকে হত্যা: গৌরীপুর পৌর আ.লীগ সভাপতি বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৪:৪০ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৪:১৩

ময়মনসিংহের গৌরীপুরে মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যার ঘটনায় গৌরীপুর পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বঙ্গবন্ধু চত্বরস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু।

তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ স্বাক্ষরিত এ বহিষ্কার আদেশপত্র জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শুভ্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৌরসভার বর্তমান মেয়র রফিকুল ইসলামের নামে থানায় হত্যা মামলা হয়েছে। এ অবস্থায় তার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদটিও বাতিলের সুপারিশ করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি দেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে ওই সভায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদও ছিলেন।

এদিকে, মাসুদুর রহমান শুভ্রকে হত্যার প্রতিবাদে উত্তাল ময়মনসিংহের গৌরীপুর। হত্যাকারীদের বিচার দাবিতে সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে গত মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। এছাড়া, বুধবার বিকাল ৪টায় মাবনবন্ধন করবে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগ। অপরদিকে, পৌর মেয়রের বাসা-বাড়ি ও দোকানপাটে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে গৌরীপুর পৌরসভা।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, মাসুদুর রহমান শুভ্র হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত গৌরীপুর থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে। এছাড়াও মামলায় পৌর মেয়র আওয়ামী লীগ নেতা সৈয়দ রফিকুল ইসলামসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাত ১০টার দিকে পৌরসভার পানমহালে মেয়র প্রার্থী হিসাবে গণসংযোগ শেষে আবদুর রহিমের দোকানে নির্বাচনী আলাপ আলোচনা চলাকালে অতর্কিতভাবে হামলা চালিয়ে মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার দুই কর্মীও আহত হন।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ বিদ্যুতে চলছে ইউপি কার্যালয়

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :