রোগী বাগিয়ে নিয়ে প্রতারণা, ১১ দালালের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৭:০৫

সরকারি হাসপাতাল থেকে রোগী বাগিয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়া দালাল চক্রের ১১ জনকে আটক করেছে র‍্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। দুই নারীসহ আটক সবাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আটককৃতরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কাজ করেন। সরকারি হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়াটাই তাদের পেশা। এজন্য তারা বাড়তি টাকা পেয়ে থাকেন।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন র‍্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু৷

ঢাকা টাইমসকে র‌্যাবের ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে দুই নারীসহ মোট ১১ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে৷

পলাশ বসু বলেন, ‘বিভিন্ন হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম, হাসপাতালের মূল প্রাঙ্গণ পর্যন্ত সেবা প্রত্যাশীরা পৌছাতে পারছেন না এমন অভিযোগ আসছে। সেবাপ্রত্যাশীদের হাসপাতালের গেইট থেকে দালাল চক্র ব্রেন ওয়াশ করে অন্যত্র নিয়ে যায়। তাদেরকে বলা হয়, ওই সব হাসপাতালে স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা দেয়া যাবে। মানুষ সেটা বিশ্বাস করে যায়। বাস্তবতা হলো ওইসব জায়গায় কোনো সনদপ্রাপ্ত বা অভিজ্ঞ ডাক্তার থাকেন না। পরবর্তী সময়ে তাদেরকে বিরাট অঙ্কের একটি বিল ধরিয়ে দেয়া হয়।’

ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমরা র‍্যাব-২ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হাসপাতালে একটি সক্রিয় বড় সিন্ডিকেটের ১১ জনকে আটক করেছি। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে দুজন নারীকে আমরা আটক করেছি৷ তারা বলেছেন, তারা এখানে আয়ার কাজ করতেন। পাশাপাশি অন্য হাসপাতালে রোগী বাগিয়ে নেয়ার সঙ্গে তারা জড়িত। তারা একাধিকবার সাজা ভোগ করেছেন। তারপরেও তারা এই কাজে জড়িয়ে আছেন।’

এদিকে আটককৃতদের মধ্যে সাগর নামের একজন জানান, তিনি লাইফ কেয়ার হাসপাতাল নামে একটি হাসপাতালের মার্কেটিংয়ে কাজ করেন। তার দায়িত্ব জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতাল থেকে রোগী বাগিয়ে লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া। এর বিনিময়ে বেতরের বাইরেও রোগীপ্রতি টাকা পান তিনি।

সাগর বলেন, 'আমি লাইফ কেয়ার হাসপাতালে চাকরি করি মার্কেটিংয়ে। বেতন পাই ১২ হাজার টাকা। এইখানে যে রোগী আসে, তাদেরকে বুঝিয়ে লাইফ কেয়ার হাসপাতালে নেয়া আমার কাজ।'

একই কাজে জড়িত মঈন উদ্দিন। মাসিক ছয় হাজার টাকা বেতনে আল মক্কা মদিনা হাসপাতালের জন্য কাজ করেন তিনি। হাসপাতালটির জন্য রোগী বাগিয়ে নিতে পঙ্গু হাসপাতালে মঈন উদ্দিনের সঙ্গে দায়িত্ব দেয়া আছে হাসান নামের আরও একজনসহ কয়েকজনকে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :