দুই মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৭:৫১

ভোলার দৌলতখান উপজেলায় পৌরসভা নির্বাচনকে ঘিরে দুই মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই প্রার্থীর অন্তত ১৩ জন সমর্থক আহত হয়েছেন।

গত মঙ্গলবার রাতে দৌলতখান বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার ও মেয়রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

এতে আহতরা হলেন- হারুন, ভুট্টু মোহাম্মদ, নুর ইসলাম, নিয়াজ, রাসেল, জাহাঙ্গীর, মো. আনোয়ার, পারভেজ, তরুণ সিকদার, মোমিনুল ইসলাম, মো. আলী, হান্নান। তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতখানে আসন্ন পৌর নির্বাচন ঘিরে মেয়রপ্রার্থী হামিদুর রহমান টিপুর সমর্থকরা বাজারে মিছিল বের করে। এসময় বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদারের সমর্থকরাও বাজারে মিছিল বের করে। দু'পক্ষের মিছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার অভিযোগ করে বলেন, রাতে স্থানীয় সাংসদ দৌলতখানে আসার খবরে আমি সমর্থকদের নিয়ে বাজারের উত্তর মাথায় যাই। পরে তার সমর্থকরা মিছিল সহকারে দলীয় কার্যালয়ে পৌঁছালে মেয়রপ্রার্থী হামিদুর রহমার টিপুর সমর্থকরা আমার লোকজনের উপর হামলা করে। এতে আমার ১০ জন কর্মী আহত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘হামিদুর রহমান টিপু বাইরের লোকজন দিয়ে আমার লোকদের উপর হামলা চালিয়েছে। এমনকি তারা আমার দোকান ও বাসা বাড়িতে হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এদিকে মেয়রপ্রার্থী হামিদুর রহমান টিপু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। তাই দৌলতখানের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী আমার পক্ষে। আমি কেনো তার লোকদের উপর হামলা করব। উল্টো আমার জনপ্রিয়তা দেখে, জাকির তালুকদারের লোকজন রড, বগি দা ও ইটপাটকেল দিয়ে আমার লোকদের উপর হামলা করে। এতে আমার তিনজন নেতাকর্মী আহত হয়েছে।’

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করে নি।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :