মানিকগঞ্জে ইলিশ ধরায় সাত দিনে ২০১ জনের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ২১:১৫

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ সংরক্ষণে গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জের দৌলতপুর, হরিরামপুর ও শিবালয়ে মোট ছয়টি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জের তিনটি উপজেলায় মোট ছয়টি অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে মাছ শিকার করার জন্যে দৌলতপুরে ১৮ জন ও শিবালয়ে ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ দেয়া হয়।

অভিযানে মোট এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা, এক লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল নষ্ট এবং ৫৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ মাদ্রাসা ও এতিম খানায় দান করা হয়েছে।

গত ৭ দিনে (১৪ থেকে ২১ অক্টোবর) তিন উপজেলায় ৩৯ অভিযানের মাধ্যমে ২০১ জনকে কারাদণ্ড, তিন লাখ ৩১ হাজার ৮০০ টাকা জরিমানা, ১৬ লাখ ৪২ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট এবং ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ পর্যন্ত মোট ২৪৭টি মামলা করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, আমরা আগে থেকেই মানিকগঞ্জের দৌলতপুর, হরিরামপুর ও শিবালয় উপজেলায় প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার না করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সভা সেমিনার করেছি।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :