পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ

প্রকাশ | ২১ অক্টোবর ২০২০, ২২:০৪

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবিতে দুইজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বাহিরচর গোরস্থান সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজন হলেন- পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের শুকুর হোসেন (৪৫) ও একই  গ্রামের তোফাজ্জল হোসেন (৫০)।

এ দুর্ঘটনায় আহত উজ্জ্বল হোসেন, নাজিম উদ্দিন ও আব্দুল খালেকসহ প্রায় ২০ জনকে সুজানগর ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত উজ্জ্বল হোসেন ও আব্দুল খালেক জানান, চরাঞ্চলে আগাম জাতের পেঁয়াজ লাগানোর কাজ চলছে। শ্রমিকরা প্রতিদিন চরে গিয়ে কাজ শেষে বিকালে বাড়ি ফেরে। বিকালে ৫০-৬০ জন যাত্রী ও শ্রমিক নিয়ে চর থেকে একটি নৌকা কোলচুরী আসার সময় বাহিরচর গোরস্থান সংলগ্ন পদ্মা নদীতে নৌকাটি হঠাৎ তীব্র বাতাসে ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরে ও উদ্ধারকারীদের মাধ্যমে পাড়ে আসতে পারলেও ওই দুইজন নিখোঁজ হয়।

পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন নৌকাডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দুইজনকে উদ্ধারে কাজ শুরু করেছেন তারা। বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল আসার পর আবার উদ্ধারকাজ শুরু হবে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএ)