নাইটদের হেলায় হারিয়ে প্লে-অফের কাছাকাছি আরসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ০৮:৩৪

কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের আরও কাছে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ নাইটদের হারিয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু’নম্বরে উঠে এলে আরসিবি৷

সম সংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট হলেও রান-রেটে এগিয়ে থেকে এক নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস৷ এই হারের ফলে চার নম্বরে থাকলেও রান-রেটে অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে গেল কেকেআর৷

প্রথম লেগে কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স৷ আর এদিন ৮ উইকেটে সহজ জয় তুলে নেয় বিরাট অ্যান্ড কোং৷ নাইটদের দেওয়ার ৮৫ রানের টার্গেট মাত্র ২ উইকেট হারিয়ে ১৩.৩ ওভারে ম্যাচ জিতে নেয় আরসিবি৷ অ্যারন ফিঞ্চ ১৬ এবং দেবদূত পারিক্কল ২৫ রান করে আউট হন৷ তারপর গুরকীরত সিং এবং বিরাট কোহলি দলকে জেতান৷ কোহলি ১৮ এবং গুরকীরত ২১ রানে অপরাজিত থাকেন৷

এর আগে টস জিতে প্রথম ব্যাটিং নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান তুলেছিল কলকাতা৷ আইপিএলের ইতিহাসে অল-আউট না-হওয়া কোনও দলের এটাই সর্বনিন্ম স্কোর৷ এর আগে ২০০৯ আইপিএলে ডারবানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কিংস ইলেভেন পঞ্জাব করেছিল ৮ উইকেটে ৯২ রান৷ কিন্তু আরসিবি-র বিরুদ্ধে তাকেও ছাপিয়ে গেলে কেকেআর৷

তিন বছর আগে আরসিবি-কে ৪৯ রানে অল-আউট করে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স৷ ২০১৭ আইপিএলে ইডেন গার্ডেনের বিরাটের আরসিবি-কে ৪৯ রানে শেষ করে দিয়েছিল কলকাতা৷ এটাই আইপিএলের ইতিহাসে সর্বনিন্ম স্কোর৷ আর কেকেআর-এর সর্বনিন্ম স্কোর হল ৬৭ রান৷ ২০০৮ অর্থাৎ প্রথম আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই রান করেছিল কেকেআর৷

এদিন আবুধাবিতে একটা সময় মনে হয়েছিল কেকেআর তাদের সর্বনিন্ম স্কোর করবে৷ বিভিষীকাময় শুরুর পর মাত্র ৩২ রানে পাঁচ উইকেট হারিয়েছিল কেকেআর৷ শেষ পর্যন্ত ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানের লড়াকু ৩০ এবং লকি ফার্গুসনরে ১৯ রানের দৌলতে সর্বনিন্ম স্কোরের লজ্জা থেকে রক্ষা পায় কলকাতা৷

এদিনও নাইটদের হয়ে ইনিংস শুরু করেন শুভমন গিল ও রাহুল ত্রিপাঠি৷ আর বল হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ইনিংস শুরু করেন ক্রিস মরিস৷ প্রথম ওভারে মরিসের বিরুদ্ধে মাত্র ৩ রান নেয় কেকেআর৷ প্রথম ওভারে তিন রান তোলা নাইটদের ইনিংসের বিভিষীকা শুরু হয় পরের ওভার থেকেই৷

নিজের প্রথম ওভারে ডাবল উইকেট মেডেন দিয়ে আরসিবি-কে স্বপ্নের শুরু দেন সিরাজ৷ পরপর দু’ বলে দু’উইকেট তুলে নেন তিনি৷ ওভারের তৃতীয় ও চতুর্থ ডেলিভারিতে যথাক্রমে রাহুল ত্রিপাঠি (১) এবং নীতিশ রানাকে (০) ডাগ-আউটে ফেরত পাঠান তিনি৷ নিজের প্রথম ওভারে ডাবল উইকেট মেডেন পান সিরাজ৷ পরের ওভারে শুভমন গিলকে ফেরান নভদীপ সাইনি৷ মাত্র ১৪ রানে চার উইকেট হারায় কেকেআর৷

প্রথম দু’টি ওভার মেডেন দিয়ে রেকর্ড গড়েন সিরাজ৷ আইপিএলের ইতিহাসে তিনিই প্রথমবার বোলার, যিনি প্রথম দু’ওভার মেডেন দেন৷ স্বপ্নের বোলিং সিরাজের ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি৷ ম্যাচের সেরা হন সিরাজ৷

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :